মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে রাজধানীতে তিন বন্ধু নিহত
রাজধানীর খিলগাঁও বিশ্বরোডের স্টাফ কোয়ার্টার স্কুলের সামনে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আজ শনিবার দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম।
নিহতরা হলেন আল আমিন (৩৫) মেহেদী হাসান (২৮) ও জজ মিয়া (৩৫)।
এস আই মো. জহিরুল ইসলাম বলেন, ‘শুনেছি, তিন বন্ধু রাতে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। আমরা সেটিকে শনাক্তের চেষ্টা করছি। নিহত তিনজন কোথায় যাচ্ছিলেন, তা জানা যায়নি।’