মোটরসাইকেলে পদ্মা সেতু পাড়ির চেষ্টা যুবকের, ১ হাজার টাকা জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় এক যুবককে আটক করেন সেতুতে সেনাবাহিনীর টহল দলের সদস্যেরা। এ সময় মো. খালেদ মাহফুজ (২২) নামের ওই যুবকের মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ ঘটনা আজ বৃহস্পতিবারের।
পরে মো. খালেদ মাহফুজকে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করে সেনা টহল দল। এরপর বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা আদায় করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
পদ্মা দক্ষিণ থানা পুলিশ জানায়, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে টোল না দিয়ে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে উঠে পড়েন মাহফুজ নামের এক বাইকার। বেলা ১১টার দিকে সেতু পার হয়ে জাজিরা প্রান্ত দিয়ে নামার সময় সেনাবাহিনীর টহল দলের সদস্যদের নজরে এলে তাঁকে আটক করেন সেনা সদস্যেরা। পরে পদ্মা দক্ষিণ থানায় তাঁকে হস্তান্তর করেন সেনা টহল দলের সদস্যেরা।
পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওই বাইকার আমাদের হেফাজতে রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুল হাসান সোহেল।