ময়মনসিংহে পুলিশের ওপর হামলায় ১৬৭ জনের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহের গৌরীপুর থানার খোদাবক্সপুর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় ১৬৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
হামলায় আহত উপপরিদর্শক (এসআই) শফিক গতকাল শুক্রবার বিকেলে গৌরীপুর থানায় মামলাটি করেছেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাত।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুলিশের একটি দল সাদা পোশাকে পরোয়ানাভুক্ত আসামি ধরতে যায়। একপর্যায়ে খোদাবক্সপুরের জুয়ার আসরে হানা দিয়ে সাত-আট জনকে আটক করে পুলিশ। এতে আটক জুয়াড়িরা চিৎকার শুরু করেন। একপর্যায়ে মাইকে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হয়। এতে ঘটনাস্থলে এলাকার লোকজন জড়ো হন।
উপস্থিত জনতা সত্যমিথ্যা যাচাই না করে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যেদের ওপর হামলা করে। এ সময় পুলিশ সদস্যদের আটক করে বেধড়ক মারধর ও লাঠিপেটা করা হয়। এতে ছয় পুলিশ কর্মকর্তা আহত হন।
হামলার ঘটনায় আহতেরা হলেন—গৌরীপুর থানায় কর্মরত এসআই শফিক, এমদাদ ও আওলাদ এবং সহকারী উপপরিদর্শক কামরুল, মুস্তাক ও মিজান।