যশোরে ৭ কেজি ৩৩৭ গ্রাম স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
ভারতে পাচারকালে যশোরের শার্শা থেকে সাত কেজি ৩৩৭ গ্রাম ওজনের ৬৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এসময় আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক স্বর্ণ পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় শার্শার অগ্রভুলোট সীমান্তে অভিযান চালিয়ে এই স্বর্ণ জব্দ করা হয়।
গ্রেপ্তার স্বর্ণ পাচারকারী বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের বাসিন্দা ছেলে।
বিজিবি জানায়, আজ সন্ধ্যায় অগ্রভুলোট সীমান্ত দিয়ে বিপুল স্বর্ণপাচার হয়ে ভারতে যাচ্ছে, এমন গোপন খবর পেয়ে বিজিবির একটি টহল দল অগ্রভুলোট সীমান্তে অভিযান চালিয়ে সীমান্তগামী একটি মোটরসাইকেল জব্দ করে। পরে মোটরসাইকেল খুলে তেলের ট্যাংকের ভেতর লুকানো অবস্থায় সাত কেজি ৩৩৭ গ্রাম ওজনের ৬৩টি স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, ‘জব্দ করা স্বর্ণসহ গ্রেপ্তার হওয়া পাচারকারীকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে পাচার আইনে মামলা করা হয়েছে।’