যুবলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা যুবলীগের সহসম্পাদক রায়হানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগসূত্র বলছে, এ সময় স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিনসহ আরও কয়েকটি বাড়িতেও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিজাম উদ্দিন বাদী হয়ে গতকাল শুক্রবার দুর্গাপুর থানায় মামলা করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুর পৌরসভার চরমোক্তারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসীসূত্রে জানা গেছে, জেলার দুর্গাপুর পৌরসভার চরমোক্তারপাড়া এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে কতিপয় যুবক উপজেলা যুবলীগের সহসম্পাদক রায়হানসহ কয়েকটি বাসায় হামলা চালায়। ওইদিন রাতে নিজাম উদ্দিন ও ব্যবসায়ী অনিক কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে চরমোক্তারপাড়া এলাকার বাসায় যাওয়ার পথে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এ সময় মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যান নিজাম উদ্দিন ও অনিক। পরে তাঁর বাড়িতেও হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত অন্তত আটজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় শুক্রবার মামলা করেন।
দুর্গাপুর পৌরসভার মেয়র আলাউদ্দিন আলাল বলেন, ‘পৌর এলাকায় আইনশৃঙ্খলার অবনতি দিন দিন বেড়েই চলেছে। অস্ত্রের মহড়া, সন্ত্রাসীদের আনাগোনায় পৌরবাসীসহ এলাকার সাধারণ ব্যবসায়ীরা ভয়ে আতঙ্কিত। আমি শান্তিপ্রিয় মানুষ, পৌরবাসীকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। পৌরশহরে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি বাড়ানো প্রয়োজন।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলা জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।’