রংপুরের তারাগঞ্জে ফের সড়ক দুর্ঘটনা, নিহত ৩
মাত্র ছয় দিনের মাথায় রংপুরের তারাগঞ্জের একই স্থানে আবারও সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে। আজ রোববার ভোরে একটি মাইক্রোবাসের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে এক নবজাতক, মাইক্রোবাসের চালকসহ তিন জন নিহত হয়। গত সোমবার (৫ সেপ্টেম্বর) এখানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের তারাগঞ্জ হাইওয়ে থানার পাশে খারুয়াভাজ সেতুর কাছে নীলফামারী থেকে রংপুরমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ঢাকা থেকে দিনাজপুরগামী ভাই ভাই পরিবহণ নামের একটি বাসের সংঘর্ষ হলে মাইক্রোবাসের চালক রফিকুল, সাত থেকে আট দিন বয়সি এক নবজাতকসহ তিন জন মারা যান। গুরুতর আহত পাঁচ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোর্শেদ বলেন, ‘দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং বাস ও মাইক্রোবাসটি রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। গত সোমবারও একই স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছিল।’