রংপুরে ইটভাটা গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন
রংপুরে ফসলি জমিতে নতুন করে নির্মিত একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার বিকেলে ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের উত্তরপাড়ায় ফসলি জমিতে একটি নতুন ইটভাটার কাজ শুরু করেন মিঠাপুকুর উপজেলার পিরেরহাট গ্রামের রুহুল আমিন নামের এক ব্যক্তি। ফসলি জমিতে আম বাগান ঘেঁষে ইটভাটাটি র্নিমাণ করায় এলাকাবাসী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ মুখর হয়ে উঠে এবং তারা ইটভাটাটি বন্ধে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়। এরই পরিপ্রেক্ষিতে আজ বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিস এবং পুলিশ নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন ওই ইটভাটায় অভিযান চালান। এরপর ইটভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন এনটিভি অনলাইনকে বলেন, ইটভাটা আইন অমান্য করে ফসলি জমিতে অবৈধভাবে ইটভাটাটি র্নিমাণ করায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে ইটভাটার কাজ বন্ধ রাখার জন্য মালিককে দুই দফায় নোটিশ দেওয়া হয়।