রংপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
রংপুরের পীরগাছা উপজেলার আনন্দনগর রেল ক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় আজ সোমবার ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত এবং দুজন আহত হয়েছেন।
নিহতরা হলেন হামিদুল ইসলাম (৩৪), নুরুন নাহার বেগম (২৪), সুমি (২১) ও মুস্তাফিজুর রহমান (৪২)।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ওসি আরো বলেন, ‘আজ সোমবার বেলা ১১টার দিকে বোনারপাড়াগামী একটি ট্রেনের ইঞ্জিন আনন্দনগর রেল ক্রসিংয়ে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই হামিদুর এবং নুরুন নাহার নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান সুমি ও মুস্তাফিজ।’
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।