রংপুরে বেশি দামে নাপা সিরাপ বিক্রির অভিযোগ
রংপুরের বদরগঞ্জে নাপা সিরাপের তীব্র সংকট। ২০ টাকা দামের নাপা সিরাপ এখন ৩৫ টাকা বিক্রি করছে বদরগঞ্জের মুনাফালোভী ওষুধ বিক্রেতারা। কয়েকটি ওষুধের দোকান ঘুরে পাওয়া যায়নি নাপা সিরাপ।
জ্বর সর্দি কাশির প্রকোপ দেখা দেওয়ায় নাপা সিরাপের চাহিদা বেড়েছে। ওষুধ ব্যবসায়ীরা সিরাপের মূল্য কোম্পানি নাকি ৩৫ টাকা করেছে এই অজুহাত দেখিয়ে ফার্মেসিগুলো নাপা সিরাপ তাদের দোকানে নেই বলে ক্রেতাদের জানান দিচ্ছেন। অপরদিকে ফার্মেসিগুলোতে নাপা সিরাপ মজুদ আছে কি না তা খতিয়ে দেখতে ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেছেন ক্রেতারা।
বদরগঞ্জ শহীদ মিনার সংলগ্ন সাহা ফার্মেসি থেকে ৩৫ টাকা দিয়ে নাপা সিরাপ কিনেছেন কুতুবপুর এলাকার আব্দুস সালাম নামে এক ক্রেতা। তিনি জানান, চার বছর বয়সি আমার এক কন্যাসন্তান গত সোমবার রাত থেকে সর্দিজ্বর ও কাশিতে আক্রান্ত হয়। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে বদরগঞ্জে বিভিন্ন ফার্মেসিগুলোতে নাপা সিরাপ কেনার জন্য যাই। কিন্তু কোন দোকানে পাওয়া না গেলেও সাহা ফার্মেসিতে পাওয়া যায়। সিরাপটি দেওয়ার আগেই দোকানদার দাম বলে দেন ৩৫ টাকা। ওই দাম দিয়ে কিনতে রাজি হলে দোকানের পিছন থেকে সিরাপটি বের করে নিয়ে আসেন এক কর্মচারী। তবে ওষুধ কোম্পানি থেকে প্যাকেটের গায়ে বিক্রয়ের নির্দিষ্ট মূল্য লিখে দেওয়া থাকলেও সেটা মুছে ফেলা হয়েছে।
মূল্য লেখা নেই কেন ওই ওষুধ ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তিনি বলেন, কোম্পানি নতুন করে ৩৫ টাকা মূল্য নির্ধারণ করেছে।
এ ব্যাপারে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাঈদ এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিজে তদন্ত না করেই গণমাধ্যমকর্মীদের তদন্ত করার পরামর্শ দেন।