রংপুরে মোটরসাইকেল চোরদের ২ মূল হোতা আটক
সংঘবদ্ধ মোটরসাইকেল চোরদের মূল হোতা দুজনকে আটক করেছে রংপুর র্যাব-১৩। তাদের থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল, চোরাই মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ, বিআরটিএর জাল কাগজপত্র, সিল, ছবি, মোবাইল ফোন ও সিম উদ্ধার করেছে র্যাব।
আজ মঙ্গলবার বিকেলে রংপুর র্যাব ১৩-এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব ১৩-এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ মইদুল ইসলাম জানান, সম্প্রতি রংপুর অঞ্চলে মোটরসাইকেল ছিনতাই ও চুরি বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা সংস্থা মাঠে নামে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার গোবদা গ্রামের মোটরসাইকেল চোরদের মূল হোতা ইদুল মিয়াকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক রংপুর নগরীর শালবন এলাকা থেকে রাজু আহমেদ নামের আরেকজনকে আটক করার পর চুরি যাওয়া একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রাজু আহমেদ রংপুরের কাউনিয়া উপজেলার খোর্দ ভূতছাড়া গ্রামে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে রংপুরের হারাগাছ মেট্রো থানায় মামলা করেছে।
উপ-অধিনায়ক জানান, আটক করা দুজনেই রংপুর অঞ্চলে মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের মূল হোতা।