রংপুর গণসমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের মৃত্যু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রংপুর বিভাগের গণসমাবেশ চলাকালীন উপজেলা পর্যায়ের এক নেতা হার্ট অ্যাটাকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মারা যাওয়া ব্যক্তি হলেন- দিনাজপুর জেলার কাহারোল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান।
আজ শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে এ গণসমাবেশের সঞ্চালক তাঁর মারা যাওয়ার খবর ঘোষণা করেন।
সঞ্চালক বলেন, ‘দিনাজপুর জেলার কাহারোল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান গণসমাবেশস্থলে মারা গেছেন। আমরা গভীর দুঃখের সঙ্গে শোক জানাচ্ছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
দলটির মহাসচিব তাঁর বক্তব্যের শুরুতেই নিহতের প্রতি শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।