রাজধানীতে ‘বাসে উঠতে গিয়ে’ চাকায় পিষ্ট যুবক
রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে বাসচাপায় মুন্না (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঠিকানা পরিবহণের একটি বাসে উঠতে গিয়ে রাস্তার ওপর পড়ে গেলে ওই বাস মুন্নাকে চাপা দেয়।
রাজধানীর ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) তাপস মণ্ডল এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, নিহত মুন্না মতিঝিলে একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। তিনি চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে, তিনি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় থাকতেন।
রাজধানীর ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) তাপস মণ্ডল জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে ঠিকানা পরিবহণের একটি বাসে উঠতে গিয়ে রাস্তার ওপর পড়ে গেলে ওই বাস মুন্নাকে চাপা দেয়। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মুন্নাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে।
এদিকে, এ দুর্ঘটনার পর চালক পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।