রাজধানীর কলাবাগানের ক্যাফেতে বিস্ফোরণ, দগ্ধ ৬
রাজধানীর কলাবাগানের একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় ছয় জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ক্যাফে আল বারাকাহ হোটেলের রান্নাঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা সবাই ওই ক্যাফের কর্মচারী। গ্যাস সিলিন্ডারের লাইন পরিবর্তন করার সময় এ বিস্ফোরেণ হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
দুপুরে ফায়ার সার্বিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম এনটিভি অনলাইকে এসব তথ্য জানান।
লিমা খানম বলেন, ‘স্কয়ার হাসপাতালের পাশের ক্যাফেটিতে বিস্ফোরণ ঘটে। আমরা সেখানে পৌঁছানোর আগেই নেভানো হয়। এ ঘটনায় মোট ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে চার জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। বাকি দুজনকে ঘটনাস্থলের পাশের একটি হাসপাতালে নেওয়া হয়।
দগ্ধ ৬ জন হলেন- সারওয়ার (১৬), তামিম (১৭), ফারহান (১৫), ফয়সাল (১৫), সবুজ (২৮) ও নাহিদ (২১৭)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘কলাবাগান থেকে দগ্ধ ৪ কিশোরকে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, কার শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে, তা এখনি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’