রাজবাড়ীতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজবাড়ীতেও এনটিভির ২০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই সকালে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনটিভির রাজবাড়ী প্রতিনিধি আহসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার।
এ সময়ে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দনের সঞ্চালনায় বক্তব্য দেন দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার সম্পাদক ফকির জাহিদুল ইসলাম রুমন, রাজবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার এনটিভির জন্মদিনের কেক কাটেন।