রাজশাহীতে পুলিশ একাডেমির কুচকাওয়াজে প্রধানমন্ত্রী
৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার (২৯ জানুয়ারি) সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী উপস্থিত হলে পুলিশ কর্মকর্তারা তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করেন। একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি।
এরআগে প্রধানমন্ত্রী আজ রোববার সকালে রাজশাহীতে পৌঁছেন। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে গোটা শহরজুড়ে। বিকেলে তিনি শহরের মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এর আগে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে আসেন প্রধানমন্ত্রী।