রাজশাহীর সমাবেশ সফল করতে সিরাজগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ
আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ করেছে জেলার নেতাকর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে শহরের হোসেনপুর, ধানবান্ধি ও আমলাপাড়া এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এ সময় নেতাকর্মীরা ক্ষমতাসীন সরকারের নানা হয়রানির কথা উল্লেখ করে বিএনপির মহাসমাবেশ সফল করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সহসভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান ও রাশেদুল হাসান রঞ্জন প্রমুখ।