রামগড়ে বিধিনিষেধ অমান্য করায় ১৪ জনকে আটক
খাগড়াছড়িতে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা। প্রথমদিনে নির্দেশনা না মানায় জেলা শহরে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। অন্যদিকে জেলার রামগড় উপজেলায় ১৪ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ উল্লাহ মারুফ।
ইউএনও মাহমুদ উল্লাহ মারুফ ও সহকারী কমিশনার (ভূমি) শিরিন আক্তারের নেতৃত্বে পৃথকভাবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সংক্রমণ আইন অনুযায়ী ১৪ জনকে সাত হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান, থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র করসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইউএনও মাহমুদ উল্লাহ মারুফ জানান, লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাজারে বের হওয়া, মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অভিযোগে রামগড় বাজার, সোনাইপুলসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।