রামপালে নিখোঁজের পাঁচ দিনেও সন্ধান মেলেনি তমালের
পাঁচদিন থেকে নিখোঁজ রয়েছেন বাগেরহাটের রামপাল উপজেলার তমাল পাল (২০) নামের এক কলেজ শিক্ষার্থী। এখনও কোনো সন্ধান না পাওয়ায় শঙ্কা ও উৎকণ্ঠায় রয়েছে তাঁর পরিবার।
নিখোঁজ ওই শিক্ষার্থী বাগেরহাট সরকারি পিসি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের স্কুল শিক্ষক তুষার কুমার পালের ছেলে।
রামপাল থানা পুলিশ ও তমালের পরিবার জানায়, পরীক্ষার কথা বলে গত সোমবার সকালে তমাল বাড়ি থেকে বের হয়ে যান। এরপর বিকেল হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। তাঁর মোবাইল ফোন বন্ধ ও ফেসবুক একাউন্টও ডিঅ্যাক্টিভ পাওয়া যায়।
নিখোঁজ তমালের বাবা তুষার বলেন, ‘সম্ভাব্য সব জায়গাতে খোঁজ নেওয়ার পরও ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। একইসঙ্গে তমালের সন্ধান পাওয়ার জন্য খুলনার র্যাব-৬-এ জানিয়ে সহায়তা চাওয়া হয়েছে।’
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন বলেন, ‘নিখোঁজের সন্ধানে পুলিশের পক্ষ থেকে দেশের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। তাকে উদ্ধারের জন্য পুলিশের সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’