র্যাবের ভুয়া পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬
গভীর রাত। সড়কে সাত থেকে ১০ জনের একটি দল। শরীরে র্যাবের পোশাক। হাতে পিস্তল। বসানো হয়েছে চেকপোস্ট। এমনভাবে চলছিল ডাকাতির প্রস্তুতি। কিন্তু, শেষ রক্ষা হলো না। র্যাবের হাতেই আটক হলেন ছয় জন।
আজ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। আটকদের কাছ থেকে নকল পিস্তল, ইউনিফর্ম, আইডি কার্ড ও হ্যান্ডকাপ জব্দ করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
র্যাব বলছে, গতকাল গভীর রাতে সাভারের সিএন্ডবি আশুলিয়া সড়কের কলমা এলাকায় অভিযান পরিচালনা করে তারা। এ সময় ডাকাতির প্রস্তুতিকাল আটক হন ছয় জন। তারা হলেন—শেরপুরের মো. সিদ্দিকুর রহমান ওরফে আবু বক্কর সিদ্দিক (৪০), কিশোরগঞ্জের মো. দুলু মিয়া ওরফে দুলাল (৩৫), ফরিদপুরের মো. রাসেল খাঁন (৩২), ময়মনসিংহের মো. শাকিল (৩২) ও মো. রফিকুল ইসলাম হৃদয় (২৭) এবং কুমিল্লার মো. মোবারক হোসেন (৩৭)।
র্যাব জানায়, আটকদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, দুই সেট ইউনিফর্ম, ৩টি নকল আইডি কার্ড, দুটি জ্যাকেট, একটি হ্যান্ডকাপ, একটি সিগন্যাল লাইট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে তাদেরকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।