শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
শরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় ফুলবানু নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে জাজিরা নড়িয়া সড়কের আকনকান্দি ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় জাজিরা থানায় মামলা হয়েছে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মাহাবুবুর রহমান জানান, দুপুরে জাজিরার আকনকান্দি এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ফুলবানু নামের এক বৃদ্ধার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় তার ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।