শাল্লার ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁয়ের ঘটনার প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সনাতন সমাজকল্যাণ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে জেলা শহরের শাপলা চত্বর প্রাঙ্গণে আজ সোমবার সকালে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বিধান কানুনগো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলির সদস্য কাজল দেবনাথ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক তমাল দাশ লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী, সনাতন সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বাবুল দেব, স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক সজল বরণ সেন, সহসম্পাদক অশোক মজুমদার, আইন বিষয়ক সম্পাদক মিলন কান্তি দে, সহদপ্তর সম্পদক পরিমল ধর, সদর উপজেলা সভাপতি সুজিত দাশ, পানছড়ি উপজেলা সভাপতি বন কুমার দে, মাটিরাঙ্গা উপজেলা সম্পাদক প্রশান্ত সাহা।