শেরপুরে করোনায় চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৮
শেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে চারজন এবং নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৮৮ জনের।
শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত কয়েকদিনের ধারাবাহিক আক্রান্ত ও মৃতের সংখ্যা হিসাব করলে বিধিনিষেধ জেলার করোনা নিয়ন্ত্রণে তেমন কোনো প্রভাব ফেলেনি।
গতকাল বুধবার রাতে সিভিল সার্জন ডা. আনোয়ারুর রউফ জানিয়েছেন, গতকাল বুধবার রাত পর্যন্ত শেরপুর জেলায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৮৮ জন। মারা গেছে তিনজন। জেলায় মোট মৃতের সংখ্যা ৬৭ জন। শেরপুর সদরে শনাক্তের সংখ্যা ৩৯ জন। নালিতাবাড়ী উপজেলায় ১৭, নকলায় ১২, শ্রীবরদীতে ১৪ ও ঝিনাইগাতীতে ছয়জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে আরেকজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হওয়ার মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
এদিকে, গতকাল রাতে শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলামের মা নুরেজা বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
কয়েকদিন ধরেই শেরপুরে করোনা শনাক্তের সংখ্যা ৭০ থেকে ১০০-এর মধ্যে ওঠানামা করছে। মৃত্যের সংখ্যাও এক থেকে তিনের মধ্যে। কঠোর বিধিনিষেধের আগেও একই চিত্র ছিল।
এদিকে জেলা প্রশাসন কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করছে। কিছু ব্যতিক্রম বাদে জেলা শহর ও উপজেলা শহরগুলোতে দোকানপাট বন্ধ ও গণপরিবহণ চলাচল করছে না। লোকজনও বাড়ির বাইরে বের হচ্ছে না। তার পরও করোনা নিয়ন্ত্রণে কোনো সুফল না আসায় শঙ্কিত হয়ে পড়ছে জেলার মানুষজন।