শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৭ সংগঠনের অংশগ্রহণে আদিবাসী দিবস পালন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৭টি সংগঠনের সদস্যদের অংশগ্রহণে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের আয়োজনে গজনী কমপেশন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৭টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘আদিবাসী দিবস উদযাপন কমিটি’ দিবসটি পালন করে।
ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতা বীর মুক্তিযোদ্ধা হরলাল বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা লরেন্স বানোয়ারি।
এ ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, নারীনেত্রী নাসরিন পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের আদিবাসী হিসেবে দাবি করেন। পাশাপাশি তাঁদের সাংবিধানিক স্বীকৃতিও দাবি করেন তাঁরা। এ ছাড়াও তাদের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণের জন্য জেলায় একটি কালচারাল একাডেমি স্থাপনের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে জেলা পরিষদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে মহামারি থেকে রক্ষা পেতে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় গজনী গির্জার পাস্টার জর্নাদন বানোয়ারি প্রার্থনা পরিচালনা করেন।