শেরপুরে গারোপাহাড় এলাকায় বন্যহাতির মৃত্যু
শেরপুরের শ্রীবরদী উপজেলার গারোপাহাড় অধ্যুষিত এলাকা মালাকোচাতে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বনবিভাগের লোকজন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায়।
বনবিভাগের ধারণা, আজ ভোরের দিকে হাতিটি মারা যায়। ঘটনাস্থলে যান শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, প্রায় তিন সপ্তাহ ধরে বন্যহাতির একটি দল শ্রীবরদী উপজেলার গারোপাহাড় অধ্যুষিত এলাকাগুলো চষে ফিরছিল। এই দলটি কৃষকের ফসল, সবজি বাগান খেয়ে, পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে আসছিল। গত রাতে ওই দলের একটি হাতি মারা যায়।
তাদের ধারণা স্থানীয় একটি সবজি বাগানে খাবারের সন্ধানে এসে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় হাতিটি।
বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘লোকজন বাড়িঘর ও ফসল রক্ষার জন্য বৈদ্যুতিক লাইন দিয়ে অনেকটা ফাঁদের মতো তৈরি করে যাতে হাতিরা বাড়িঘর বা ফসল নষ্ট না করতে পারে। হাতিটি সম্ভবত তেমনি কোনো বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। মূলত ময়নাতদন্তের পরই ব্যাপারটি জানা যাবে।’
রবিউল ইসলাম আরও জানান, মৃত হাতিটি ২০ থেকে ২৫ বছর বয়সী পুরুষ। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহের পর মৃত হাতিটি মাটি চাপা দেওয়া হয়েছে।