শেরপুরে টাকা আত্মসাৎকারী প্রতিষ্ঠানের মালিককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শেরপুর জেলা সদরের বাবর অ্যান্ড কোম্পানি লিমিটেডের প্রতারণা ও অর্থ আত্মসাতের প্রতিকার এবং প্রতিষ্ঠানের মালিক কামরুজ্জামান সুজনসহ অন্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। আজ সোমবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, শেরপুরের তিন শতাধিক পাওনাদারের ৫০ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপন করেছেন প্রতিষ্ঠানের মালিক কামারুজ্জামান সুজন ও তার সহযোগীরা। তাদের গ্রেপ্তার ও পাওনাদারদের টাকা উদ্ধারে প্রশাসনের কাজে দাবি জানায় ক্ষতিগ্রস্তরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আখতারুজ্জামান, কবি-সাংবাদিক তালাত মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম প্রমুখ।