শেরপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
শেরপুরের নকলা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভুক্তভোগীর করা মামলায় শ্বশুর হাসমত আলী হাসুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার ও স্থানীয়দের বরাত দিয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত হাসমত আলী হাসুর ছেলে মিজান কাঁচামাল ব্যবসায়ী। তিনি ঢাকায় থেকে ব্যবসা করার কারণে কিছুদিন পরপর বাড়িতে যেতেন। তাঁর স্ত্রী শ্বশুরবাড়িতেই থাকতেন। এ সুযোগে শ্বশুর হাসমত গত ৬ মার্চ পুত্রবধূকে ধর্ষণ করেছেন বলে থানায় অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতেই আজ হাসমত আলী হাসুকে গ্রেপ্তার করা হয়।
ওসি মুশফিকুর আরও জানান, পুত্রবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে গ্রেপ্তারকৃত হাসুকে আদালতে পাঠানো হয়েছে।