শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
শেরপুরের নকলা উপজেলায় গরু বোঝাই ভটভটির (নছিমন) ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নকলা-তারাকান্দা বাইপাস সড়কের বারইকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম সামিদুল ইসলাম (৪০)। তিনি নকলা ইউনিয়নের নামাপাড়ার আ. গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত সামিদুল ভ্যান চালিয়ে নকলা অভিমুখে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সামিদুল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১২টার দিকে তিনি যান।