শেরপুর থেকে ঢাকার সঙ্গে বাস যোগাযোগ বন্ধ
শেরপুর থেকে ঢাকার সঙ্গে বাস যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার থেকে শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে বাস চলাচল বন্ধ থাকলেও ময়মনসিংহ থেকে ঢাকার যোগাযোগ খোলা ছিল। কিন্তু আজ শনিবার সকাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন শেরপুর বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু।
গত বুধবার ময়মনসিংহ বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদকের মালিকানাধীন বাসের চালক ও হেলপারকে মারধর করে শেরপুরের নবীনগরের ড্রিমল্যান্ড বাসস্ট্যান্ডের কয়েকজন শ্রমিক। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার থেকে অনেকটা অঘোষিতভাবেই বাস চলাচল বন্ধ হয়ে যায়। ওই দিন দুপুরে সংবাদ সম্মেলন করে শেরপুর বাস-কোচ মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, মালিকরা বাস বন্ধ করে দিয়েছে।
এদিকে, শেরপুর থেকে বাস চলাচল আংশিক বন্ধ থাকলেও ময়মনসিংহ থেকে ঢাকার বাস চলাচল সচল ছিল।
এ ব্যাপারে আজ দুপুরে শেরপুর বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন জানান, আজ থেকে ময়মনসিংহ থেকেও ঢাকার সঙ্গে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ময়মনসিংহ মালিক সমিতির সাধারণ সম্পাদকের গাড়ির চাললকে মারধরের অভিযোগে চারজন গ্রেপ্তার হয়েছে।