শেরপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
ময়মনসিংহ বাস-কোচ মালিক সমিতির মহাসচিবের গাড়ির চালক ও হেলপারকে মারধরের বিচারের দাবিতে শেরপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস-কোচ মালিক সমিতি।
আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়েছেন সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে শেরপুর বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু বলেন, ‘সরকারের কাছে আমাদের কোনো দাবি নেই। তবে বহিরাগত কিছু লোক আমাদের গাড়ি চলাচলে সমস্যার সৃষ্টি করেছে। এ সমস্যার সমাধান হলেই আমরা গাড়ি চালানো শুরু করব।’
সংবাদ সম্মেলনে ছানু আরো জানান, মূলত মালিকরাই গত বুধবার রাত থেকে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে।
সংবাদ সম্মেলনে বাস-কোচ মালিক সমিতির নেতারা ছাড়াও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বাস চলাচল আংশিক বন্ধ থাকলেও অন্য যান চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার ময়মনসিংহ বাস-কোচ মালিক সমিতির মহাসচিবের বাসের চালক ও হেলপারকে নবীনগর বাসস্ট্যান্ডে কতিপয় শ্রমিক মারধর করে। এমন অভিযোগের ভিত্তিতে বাস চলাচল গতকাল রাতেই বন্ধ হয়ে যায়।