শেরপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থীর ওপর হামলার অভিযোগ
চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য শেরপুর পৌরসভার নির্বাচনে এক কাউন্সিলর পদপ্রার্থীর ওপর আরেক প্রার্থীর সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফেরদৌস আহাম্মেদ এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেরদৌস আহাম্মেদ বলেন, ‘পরাজয়ের ভয়ে ১ নম্বর ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী রবিউল আলম রবি তাঁর সমর্থকদের আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। তার সমর্থকদের হাতে আমি হামলার শিকার হয়েছি। আমাকে আহত করা হয়েছে এবং পরিধেয় পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়েছে।’
ফেরদৌস আহাম্মেদ আরো বলেন, ‘প্রার্থী হিসেবে আমার ভোট চাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আমার প্রচার বাধাগ্রস্ত করা হচ্ছে। আমি নির্বাচন কর্মকর্তা ও প্রশাসন বরাবরে অভিযোগ দিয়েছি। আমি চাই সুষ্ঠু নির্বাচন এবং এ ঘটনার প্রকৃত বিচার।’
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমান্য ব্যক্তি ও ফেরদৌস আহাম্মেদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।