সবজি-ধানক্ষেত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ
নওগাঁর ধামইরহাটে এক কৃষকের সবজি ও বোরো ধানক্ষেতে ক্ষতিকারক আগাছানাশক স্প্রে করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ কুড়ানোপাড়া গ্রামের পশ্চিম মাঠে।
এ বিষয়ে ভুক্তভোগী ওই কৃষক সুষ্ঠু বিচারের আশায় ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, নানাইচ কুড়ানোপাড়া গ্রামের আব্দুল হাকিম ১৯৯১ সালে নানাইচ মৌজায় ৩৭ শতাংশ ধানি জমি কিনেন। তাঁর দখলীয় সম্পত্তিতে তিনি এবার বোরো ধান রোপণ করেছেন। বাকি জমিতে আখ ও বিভিন্ন ধরনের শাক-সবজি বপন করেন। গত ২৬ মার্চ দিনগত রাতে ৩৭ শতকের মধ্যে ২০ শতক জমির ধানগাছে ক্ষতিকারক আগাছানাশক স্প্রে করে ধান গাছগুলো জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ধান নষ্টের ১৫ দিনের মাথায় বাকি জমির আখ ও শাক-সবজিতে গতকাল বৃহস্পতিবার রাতের বেলায় ক্ষতিকারক আগাছা নাশক স্প্রে করে জ্বালিয়ে দেয়। এতে ওই কৃষকের প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে কৃষক আব্দুল হাকিমের ছেলে মো. জুয়েল হোসেন (৩৩) বলেন, ‘আমার বাবার সঙ্গে ওই জমি নিয়ে প্রতিবেশী জিয়াউর রহমান (৪৩) মোস্তাফিজুর রহমান (৩৫) এবং সিদ্দিকুর রহমানের (৬৫) বিরোধ চলছে। ধারণা করা হচ্ছে তারা আমাদের ক্ষতি সাধনের উদ্দেশে বোরো ধান ও শাক-সবজিক্ষেতে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে পুড়িয়ে দিয়েছে। বর্তমানে ধানগাছ ও শাক-সবজি বিবর্ণ হয়ে মরে যেতে শুরু করেছে।’
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বলেন, ‘ধানগাছ নষ্টের ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আবারও ওই কৃষকের শাক-সবজিক্ষেত বিনষ্টের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’