সরকারকেই বাজার নিয়ন্ত্রণ করতে হবে : হাসানুল হক ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নিত্যপণ্যের উৎপাদন ভালো, বাজারে সরবরাহ ভালো, আমদানিতেও কোনো সমস্যা নেই। সুতরাং, নিত্যপণ্যের এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দুর্নীতিবাজ বাজার সিন্ডিকেটের কারসাজি। সরকারের কর্তা-ব্যক্তিদের দায় এড়ালে চলবে না। সরকারকেই বাজার নিয়ন্ত্রণ করতে হবে।’
সুনামগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ আতম সালেহ’র সঙ্গে আজ শুক্রবার সকালে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন ইনু।
এ সময় হাসানুল হক ইনু আরও বলেন, ‘সরকারের কর্তা-ব্যক্তিরা দায়িত্বজ্ঞানহীন উক্তি বন্ধ করুন। দায়িত্ব নিন, দুর্নীতির সিন্ডিকেটকে ধ্বংস করার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করুন। বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব।’
ইনু আরও বলেন, ‘নিত্যপণ্যের দাম বাড়ায় আমি নিন্দা জানাচ্ছি। আমি মনে করি—এটা বাজার সিন্ডিকেটের কারসাজি। এটা নিয়ন্ত্রণযোগ্য। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার ভেতরে রাখা সম্ভব। সেইসঙ্গে বলতে চাচ্ছি, সামনে রোজাকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিত্যপণ্য আমদানি হয়ে গেছে। সুতরাং, সে নিত্যপণ্যের দাম বাড়ানোর কোনো যুক্তি নেই।’
জাসদ সভাপতি আরও বলেন, ‘গণতন্ত্রের বাগান থেকে রাজাকারদের এবং অর্থনীতির ঘর থেকে দুর্নীতিবাজদের বিতাড়িত করার মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিক শান্তি আসবে। যারা নির্বাচনের কথা বাদ দিয়ে সরকার উৎখাতের প্রস্তাব দিচ্ছে, তারা ছদ্মবেশে ভূতের সরকার, অস্বাভাবিক সরকার ও চক্রান্তের সরকার ক্ষমতায় আনার পাঁয়তারা করছে।’ এ সময় বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি এনামুজাম্মান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন প্রমুখ।