সস্ত্রীক করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও তাঁর স্ত্রী সেলিনা মোমেন করোনাভাইরাসজনিত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
এতে আরও বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর স্ত্রীর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁদের শরীরে উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
এদিকে দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৩৯৪ জনে। মোট শনাক্ত ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৬৫টি ল্যাবে ৪৫ হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৪৫ হাজার ২৮৪টি। মৃতদের মধ্যে পুরুষ ২০ ও নারী ১১ জন। এদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয়জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুজন।