সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় নবাগত পুলিশ সুপারের
ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুইয়া। গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে তিনি এ মতবিনিময় করেন।
নবাগত পুলিশ সুপার এ সময় ময়মনসিংহের নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন। সাংবাদিকদের বক্তব্য শেষে নবাগত পুলিশ সুপার জানান, জনগণের কাঙ্ক্ষিত সেবা বাড়ানোই হবে তার প্রথম কাজ।
নবাগত পুলিশ সুপার হয়রানি ও দুর্নীতিমুক্ত পুলিশি সেবার প্রতিশ্রুতি দিয়ে পুলিশের ইতিবাচক কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তারও প্রতিশ্রুতি দেন নবাগত পুলিশ সুপার।
এ সময় বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া, স্থানীয় পত্রিকার সম্পাদক, সাংবাদিকরাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপার চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত জয়পুরহাট জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে গতকাল ছিল তার প্রথম কর্মদিবস।