সাজেদাপুত্র লাবু চৌধুরীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
ফরিদপুরের নগরকান্দা-সালথা আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও সাজেদা চৌধুরীর ছেলে লাবু চৌধুরীর বিরুদ্ধে হত্যার হুকুমদাতার অভিযোগে মামলা করেছেন নগরকান্দা পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার। আজ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন তিনি।
মামলার অপর আসামিরা হলেন মোহাম্মদ লিয়াকত মিয়া, মোহাম্মদ নাসির মাহমুদ ও মো. শহিদুল ফকির। তাদের সবার বাড়ি নগরকান্দা ও সালথা উপজেলায়।
এদের মধ্যে শাহদাব আকবর চৌধুরী লাবু বর্তমান নগরকান্দা-সালথা নিয়ে গঠিত সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী। আগামী ৫ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আদালতে করা মামলা সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফারুক হোসেনের পক্ষে কাজ করেন নিমাই চন্দ্র সরকার। আর সংসদ সদস্য পদপ্রার্থী লাবু চৌধুরীসহ আসামিরা স্বতন্ত্র প্রার্থী শাহাদাৎ হোসেনের পক্ষে কাজ করেন। আসামিরা স্বতন্ত্র প্রার্থী শাহাদাতের পক্ষে কাজ করতে এবং চশমা প্রতীকে ভোট দিতে বলেন মেয়রকে। তিনি প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রার্থীর পক্ষে অবস্থান গ্রহণ করেন। ওই বিষয়ে আসামিরা তার ওপর চরমভাবে ক্ষিপ্ত হন। বিষয়টি যাতে প্রকাশ না পায় সে কারণে আসামিরা তাকে হত্যার ষড়যন্ত্র করেন। মামলার প্রধান আসামি তাঁকে হত্যার হুকুম দেন। সেই মোতাবেক ঘটনার দিন অর্থাৎ ২৫ অক্টোবর উপজেলা থেকে নিজ অফিসে ফেরার পথে বেলা ২টা ৪৭ মিনিটে বঙ্গবন্ধু পাবলিক লাইব্রেরির সামনে প্রধান আসামির হুকুমে ও ষড়যন্ত্রে অপর তিন আসামি হত্যার জন্য দ্রুত মোটরসাইকেল চালিয়ে তাকে ধাক্কা দিতে গেলে তিনি সরে যান এবং জীবনে রক্ষা পান। পরে সাক্ষীরা দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। ঘটনাটি সঙ্গে সঙ্গে তিনি প্রশাসন ও দলীয় বিভিন্ন স্তরের নেতাদের জানান।
মামলার বিষয়ে বাদীর আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলি জানান, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি জমা ও ফাইল করা হয়েছে। আদালতের বিচারক ফরিদ আহমেদ বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে রেকর্ড করেছেন। আদালত আগামী ৯ নভেম্বর আদেশের তারিখ ধার্য করেছেন।
এ বিষয়ে জানতে শাহদাব আকবর চৌধুরী লাবুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি লোকমুখে শুনেছি আমার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এটি আমার প্রতিপক্ষের একটি ষড়যন্ত্র বলেই আমি মনে করছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অসত্য ও বানোয়াট।