সাধারণ মানুষের জীবন-জীবিকার বাজেট : বাহাউদ্দিন নাছিম
দেশের ৫০তম ও আওয়ামী লীগ সরকারের ২১তম বাজেটকে উচ্চ বিলাসী নয় বলে মনে করছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
আজ বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর এনটিভি অনলাইনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন বাহাউদ্দিন নাছিম।
জাতীয় সংসদে ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাজেট উপস্থাপন করেন আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটি তাঁর তৃতীয় বাজেট।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এই বাজেটে বৃহত্তম জনগোষ্ঠীর পিছিয়েপড়া অংশ, শ্রমজীবী-মেহনতি মানুষ, কৃষিজীবী ও প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী, বিশেষ করে করোনায় পিছিয়েপড়া অংশকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে। স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রণোদনার বিষয়টিও গুরুত্বসহকারে দেখা হয়েছে। আমরা আশা করি, গণমুখী ও জনকল্যাণমুখী এ বাজেট আমাদের লক্ষ্য পূরণে ঘুরে দাঁড়ানোর সহায়ক হবে। এই বাজেটের মধ্য দিয়ে আমরা আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে সক্ষম হব।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘এ বাজেটে কোনো উচ্চ বিলাসিতা করা হয়নি। এটি সাধারণ মানুষের নিত্য প্রয়োজনের ওপর বেশি গুরুত্ব দিয়েছে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার বরাবরই সাধারণ মানুষের পাশে থাকে, তাদের কথা চিন্তা করে এবং তাদের উন্নয়নেই কাজ করে।’