সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে তাড়াশ থানায় মামলাটি করেন নিহত ইউপি চেয়ারম্যানের বড় ছেলে রুহুল আমীন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সন্ত্রাসীদের গুলিতে নিহত আব্দুল কুদ্দুস সরকার (৫৩) দেশীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা বাজারে নিজের কীটনাশকের দোকানে বসে ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। এ সময় ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী বাজারে আসে। তারা হাত মাইকে বাজারে আসা লোকজনকে বাজার ত্যাগ করার নির্দেশ দেয়। পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। তারা আব্দুল কুদ্দুসের দোকানে ঢুকে তার ওপর উপর্যুপরি গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আজ মামলা করা হলো।