সাভারে পরিবহণ মালিক-শ্রমিকদের সঙ্গে পুলিশের মতবিনিময়
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক যানজটমুক্ত রাখতে শতাধিক পরিবহণ মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছে ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশ। এ সময় এলাকার অন্যান্য সড়ক যানজটমুক্ত রাখতেও নানা পরিকল্পনার কথা তুলে ধরা হয়। দেওয়া হয় শাস্তির কঠোর হুঁশিয়ারি।
আজ শুক্রবার সকালে আশুলিয়ার নবীনগরে আয়োজিত মতবিনিময় সভায় সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ের বিভিন্ন পরিবহণের মালিক ও শ্রমিকেরা অংশগ্রহণ করেন।
ট্রাফিক পুলিশ বলছে, কয়েক সপ্তাহ ধরে সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে বিভিন্ন মহাসড়কে উন্নয়নমূলক কাজ চলমান। একই সঙ্গে যাত্রীবাহী বাস যেখানে-সেখানে পার্কিং করা হচ্ছে। এতে মহাসড়কে তীব্র যানজট দেখা দিচ্ছে। অসহনীয় যানজট ও দুর্ভোগে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে। মহাসড়কে একাধিক ট্রাফিক পুলিশ দিনরাত যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন। এরপরও মহাসড়কে যানজট কমছে না।
যাত্রী ও পথচারীরা বলছেন, মহাসড়কে নিত্যদিনের যানজটে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন গার্মেন্টস শ্রমিকসহ অফিসগামী লোকজন। যেখানে-সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামায় যানজট নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে বলে মনে করছেন তাঁরা।
মতবিনিময় সভায় মহাসড়ক যানজটমুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করে ট্রাফিক বিভাগ।
এ সময় ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিসহ ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আব্দুল্লাহিল কাফি বলেন, ‘মহাসড়কে যেখানে সেখানে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’