সাভারে পৌর ছাত্রলীগ সভাপতিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
সাভারে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ব্যবসায়ীকে মারধর এবং টাকা ছিনতাইয়ের অভিযোগে সাভার পৌর ছাত্রলীগ সভাপতি মাসুম দেওয়ানসহ ১৯ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। তবে আসামিরা পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল সোমবার (৮ মে) দিনগত রাতে মামলাটি রেকর্ড করা হয়। মামলার বাদী ব্যবসায়ী মো. ইউসুফ আলী চুন্নু।
মামলার অভিযোগে বলা হয়, গত ৬ মে বিকেল ৫টায় সাভার পৌরসভার আনন্দপুর এলাকার বিসমিল্লাহ ওয়াশ ফ্যাক্টরিতে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে সশস্ত্র হামলা চালানো হয়। হামলায় ফ্যাক্টরির মালিক মো. ইউসুফ আলী চুন্নুর স্ত্রী রত্নাসহ ছয়জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে চারজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সাভার পৌর ছাত্রলীগ সভাপতি মাসুম দেওয়ানের নেতৃত্বে ওই হামলা চালানোর সময় নগদ চার লাখ ৩৫ হাজার টাকা ছিনতাই করা হয়।
সাভার পৌরসভার নামাগেন্ডা এলাকার মাসুম দেওয়ান ছাড়াও এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন—সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন (৩০), চাঁপাইন এলাকার বাসিন্দা এবং ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা (৩৩), নামাগেন্ডা এলাকার নাদিম দেওয়ান (২৪), উলাইল এলাকার টিপু (২৮), কাতলাপুর এলাকার বাসিন্দা বাবু (২৮), একই এলাকার পলাশ (৩০), মজিদপুর এলাকার বাসিন্দা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল (৩৫), নামাগেন্ডা এলাকার হানিফ মিয়ার ছেলে সজীব (২৪)। এছাড়া মামলায় আরও ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ঘটনার পর থেকে সাভার পৌর শাখা ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানসহ আসামিরা পলাতক থাকায় অভিযোগের ব্যাপারে তাদের মন্তব্য পাওয়া যায়নি।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক নয়ন কারকুন বলেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির ব্যাপারে লিখিত অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিকভাবে তদন্ত করে সত্যতা পায় পুলিশ। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। এর আগেও মাসুমসহ অন্য আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সাভার থানায় একাধিক মামলা রয়েছে। এ পর্যন্ত কেউকে গ্রেপ্তার করা যায়নি।’