সাভারে শিশু শিক্ষার্থীকে ‘বলাৎকার’, মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা
সাভারে ১০ বছরের শিক্ষার্থীকে বলাৎকার করা হয়েছে বলে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় গতকাল রোববার রাতে ওই শিক্ষককে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, সাভার পৌর এলাকার একটি মাদ্রাসায় গত শুক্রবার রাতে ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে ও হত্যার হুমকি দিয়ে বলাৎকার করেন ওই মাদ্রাসার শিক্ষক আল আমিন হাসান লাইম (২৭)। পরে গতকাল রোববার আবারও বলাৎকারের চেষ্টা করলে ওই শিশু তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর গতকাল রাতেই ওই শিক্ষককে প্রধান আসামি করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
এদিকে মামলা দায়েরের আগেই ওই শিক্ষক গ্রেপ্তার এড়াতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈকত বলেন, বলাৎকারের শিকার ওই শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত শিক্ষককে আটকের চেষ্টা চলছে।