সাড়ে ছয় ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল স্বাভাবিক
বন্ধ থাকার সাড়ে ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের পরই ট্রেন চলাচল শুরু হয়।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের পাবনার ভাঙ্গুড়ায় বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রাতে বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনের বুকিং ক্লার্ক মামুন এনটিভি অনলাইনকে বলেন, ‘পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে। এরপর রাত ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’
চাটমোহর স্টেশনে ঢাকাগামী ‘লালমনি এক্সপ্রেস’ এবং উল্লাপাড়া স্টেশনে রাজশাহীগামী ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন আটকে ছিল। সেগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে বলেও জানান মামুন।
বিকেলে পাকশী রেলওয়ের সহকারী প্রকৌশলী শিপন আলী এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন, মালবাহী ট্রেনটি বড়াল ব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ জোরে শব্দ হয়। তারপর পেছনের ১০টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। একটি বগি কাত হয়ে যায় এবং বিচ্ছিন্ন বগির একটি চাকা লাইন থেকে পড়ে যায়।