সাড়ে ৪ কেজি স্বর্ণসহ চোরাকারবারি আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে সাড়ে চার কেজির বেশি স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, তিনি অন্তদেশীয় স্বর্ণ চোরাকারবারি চক্রের সদস্য।
বিজিবি খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাটিলা সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার করা হচ্ছে। খবর পাওয়ামাত্র বিজিবির একটি টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় জলুলী-যাদবপুর গ্রামের মধ্যবর্তী রাস্তা থেকে আতিকুর রহমানকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে চার কেজি ৬৫৫ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৩১ লাখ বিরানব্বই হাজার টাকা।
লে. কর্নেল শাহিন আজাদ আরও জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় একটি মামলা করা হয়েছে এবং জব্দ করা স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমার প্রক্রিয়া চলছে।