সিরাজগঞ্জে পৌর মেয়রের নামে সাবেক মেয়রের চাঁদাবাজির মামলা
চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার অভিযোগে এনে সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার মেয়র মো. আব্দুল হান্নান তালুকদারের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন। এরপর পাল্টা মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন হান্নান তালুকদার।
আজ শুক্রবার দুপুরের দিকে সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রকিবুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ মার্চ সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে মেয়র আব্দুল হান্নান তালুকদারসহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও সাত থেকে আট জনকে আসামি করে মামলাটি করেন সাবেক পৌর মেয়র নিজাম উদ্দিন। মামলার শুনানি শেষে বিচারক জেসমিন আরা মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, সাবেক মেয়র নিজাম উদ্দিন তাঁর কেনা সম্পত্তিতে ঘর তুলতে চাইলে বর্তমান মেয়র আব্দুল হান্নান তালুকদারসহ তাঁর সহযোগীরা বাধা দেয় এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় বর্তমান মেয়র আব্দুল হান্নান সাবেক মেয়র নিজাম উদ্দিনকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। এ অবস্থায় গত ১৪ মার্চ দুপুরে নিজাম উদ্দিনের ওই জায়গায় ঘর তুলতে গেলে মেয়র আব্দুল হান্নান ও তার সহযোগীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তারা ঘর নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের ভয়ভীতি দেখায় এবং ঘটনাস্থলে বোমা বিস্ফোরণ ঘটায়। নিজাম উদ্দিনের ছোট ভাই বাবু মিয়া এগিয়ে এলে তাকে বেধড়ক পেটায় হামলাকারীরা। এ সময় তাঁর পকেট থেকে এক লাখ টাকাও ছিনিয়ে নেওয়া হয়।
মেয়র আব্দুল হান্নান তালুকদার বলেন, ‘আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। যে অভিযোগে মামলা করা হয়েছে তা সত্য নয়। আমাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা করা হয়েছে। আমিও নিজাম উদ্দিনের নামে পাল্টা মামলা করেছি।’
সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন বলেন, ‘আমার জমিতে বর্তমান মেয়র জোরপূর্বক ঘর নির্মাণ করতে গেছে। তারা আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। এ কারণে আমি তার বিরুদ্ধে মামলা করেছি।’