সিলেট-৩ আসনের উপনির্বাচন বিধিনিষেধ-বহির্ভূত থাকবে : সিইসি
আগামী ২৮ জুলাই অনুষ্ঠাতব্য সিলেট-৩ আসনের উপনির্বাচনের কার্যক্রম বিধিনিষেধ-বহির্ভূত থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সংসদের ২৩১, সিলেট-৩ আসনের নির্বাচন উপলক্ষে আজ শনিবার দুপুরে আইনশৃঙ্খলাবিষয়ক সভায় তিনি এ কথা জানান।
সিইসি বলেন, ‘দেশের সংবিধান অনুযায়ী শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার বিধান রয়েছে। তাই এ কঠিন সময়ের মধ্যেও নির্বাচন করতে হচ্ছে। তবে করোনায় বিধিনিষেধ মানতে সর্বোচ্চ সতর্কতা পালনে দায়িত্বশীলদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
নূরুল হুদা আরও বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনেক সময় রাজনৈতিক দল হেরে গিয়ে নানা অভিযোগ করে। এতে নির্বাচন কমিশনের কিছু করার নেই।’
এ সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।
এ ছাড়াও বিভাগীয় কমিশনার, ডিআইজি, এসএমপি কমিশনার, জেলা পুলিশ সুপার, সেনাবাহিনী, র্যাব-৯, ফায়ার সার্ভিস, বিজিবি, আনসারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।