সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রে কৃষক সমাবেশ
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সুনামগঞ্জ উপকেন্দ্রের আয়োজনে আউশ মৌসুমে পতিত জমিতে বিনাধান-২১ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের মিলনায়তনে এই কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাকিবের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফরিদুল হাসান ও সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালাহউদ্দিন টিপু।
কৃষক সমাবেশে ও মাঠ দিবসে সদর উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। এরপর কৃষকদের সঙ্গে নিয়ে বিনা উপকেন্দ্র প্রাঙ্গণে চাষ করা বিনাধান-২১ এর নমুনা শস্য কর্তন করা হয়।
এ সময় উপস্থিত বিনা ও কৃষি কর্মকর্তারা জানান, সুনামগঞ্জে বিনাধান-২১ চাষাবাদের অনেক সম্ভাবনা রয়েছে। এটা উচ্চ ফলনশীল একটা জাত। প্রতি বিঘায় ১৪-১৫ মণ ধান পাওয়া যায়। হাইব্রিডসহ অন্যান্য ধান ১৪০-১৫০ দিনে পাকলেও এই ধান ১০০-১০৫ দিনের মধ্যে কেটে ঘরে তোলা যায়। বিনাধান-২১ চাষাবাদে সার ও সেচ কম লাগে এবং রোগ বালাই কম হয়। সুনামগঞ্জের কৃষকেরা এই জাতের ধান চাষ করলে লাভবান হবেন বলেও জানানো হয়।