স্বাধীনতা দিবসে বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে। আজ শনিবার দুপুর ১২টার পর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টন ও আশপাশের এলাকায় অবস্থান নেন।
পরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে শোভাযাত্রায় যোগ দেন। ওই সময় দুপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে, শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রস্তুতি শুরু হয়। ট্রাকে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ। শোভাযাত্রায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় পর্যায়ের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে, বিকেল ৩টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নেসারুল হক কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাত করেন।