সড়কে গাছ ফেলে ঘণ্টাব্যাপী ‘ডাকাতি’, টাকা-স্বর্ণালংকার ‘লুট’
চুয়াডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে ২০ লাখ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল ডাকাতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ—সড়কে গাছ ফেলে পথ অবরোধ করে ঘণ্টাব্যাপী লুটপাটের তাণ্ডব চালায় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যেরা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়িয়া শালিকচড় মাঠে ডাকাতির ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানান।
স্থানীয়রা বলছেন—বৃহস্পতিবার চুয়াডাঙ্গার সবচেয়ে বড় পশুহাট শিয়ালমারী বাজার ছিল। ডাকাত দলের সদস্যদের মারধরে ভুক্তভোগীসহ ১০ জন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।
ডাকাতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর।
দর্শনা থানার ওসি লুৎফুল কবীর বলেন, ‘সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। বিশ-বাইশ লাখ টাকা টাকাতির ঘটনার কথা শুনেছি। তবে, কেউ কোনো অভিযোগ দেয়নি। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় আনা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে।’