সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানসহ চারজন নিহত
হবিগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ চারজন নিহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে পাজেরো জিপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজও উপজেলা চেয়ারম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সন্ধ্যায় এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি মাধবপুরের ইউএনও সঙ্গে কথা বলেছি। তিনিই আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় মোট চারজন মারা গেছেন।’
উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের ঘনিষ্ঠ বাঘারপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলাই এনটিভি অনলাইনকে বলেন, ‘নিহতদের মধ্যে দুজন ছিলেন চেয়ারম্যান কাজলের আপন খালাতো ভাই।’
প্রত্যক্ষদর্শীদের বরাতে ঘটনার বর্ণনা দিয়ে মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, ‘নোয়াপাড়া এলাকায় ঢাকা থেকে সিলেটমুখী একটি পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংষর্ঘ হয়। এতে জিপে থাকা চারজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো দুজন। এ ছাড়া একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
নিহতদের মধ্যে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল ছাড়া একই উপজেলার বাসিন্দা রাসেল আহমেদ, আঁখি আক্তার ও উপজেলা চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক (ম্যানেজার) রয়েছেন বলে মাধবপুরের পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে, মাধবপুর থানা পুলিশ এবং মাধবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারকাজ পরিচালনা করছেন।