সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
ফরিদপুরের সদরপুর উপজেলার মনিকোঠা বাজারে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় হীরা (১৯) নামে একজন গুরুতর আহত হন।
আজ শুক্রবার বিকেলের দিকে উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজারের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সদরপুর উপজেলার হানিফের ডাঙ্গী এলাকার আ. গফফারের ছেলে রিমন (১৮), অপরজন একই উপজেলার সারেংডাঙ্গী এলাকার ইউনুস মাস্টারের ছেলে তামিম (১৭)। আহত হীরা একই উপজেলার হানিফের ডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে।
জানা যায়, মোটরসাইকেলযোগে সদরপুর থেকে মনিকোঠা যাওয়ার পথে সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোটা বাজারের পাশের পাকা রাস্তায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সদরপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে তামিম ও রিমন এবং মো. হীরা নামের তিনজন মারাত্মক আহত হন। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে রিমন ও হীরাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তামিমকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তামিম ও রিমনকে মৃত ঘোষণা করেন। আহত হীরা সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সড়ক দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার।
ওসি বলেন, ‘দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। এ ঘটনায় সদরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।