হত্যার দায়ে একজনের ফাঁসি, বাবা-দুই ভাইয়ের যাবজ্জীবন
নড়াইলের কালিয়া উপজেলার কালিনগর গ্রামে ফিরোজ ভূঁইয়া হত্যা মামলায় একজনের ফাঁসি এবং তাঁর বাবা ও দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কালিনগর গ্রামের আলমগীর ভূঁইয়া (৫০)। এ ছাড়া আলমগীরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে আলমগীরের বাবা ছায়েন উদ্দিন ভূঁইয়া এবং দুই ভাই জঙ্গু ভূঁইয়া ও হাবিবুর রহমান ভূঁইয়া। রায় ঘোষণার সময় জঙ্গু ভূঁইয়া ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদী রবিউল ইসলাম ভূঁইয়াদের সঙ্গে আসামি পক্ষের বিরোধ চলছিল। এর জের ধরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি কালিনগর বাজারে উভয়পক্ষের সালিশ হয়। সালিশের পরদিন সকাল সাড়ে ৯টার দিকে বাদীর ভাই ফিরোজ ভূঁইয়াকে কালিনগর বাজার এলাকায় দেশীয় অস্ত্র ধারালো গুপ্তি বুকে ঢুকিয়ে হত্যা করে। ১৬ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।